এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু, ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই থাকবে উত্তেজনার ঝড়, কারণ এর ঠিক একদিন পর আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত তাদের অভিযান শুরু করবে। তবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান দ্বৈরথ। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর প্রথমবার মাঠে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তাই এই ম্যাচকে ঘিরে শুধু উপমহাদেশ নয়, গোটা ক্রিকেট বিশ্বেই উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে।

মেগা ম্যাচের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমর্থকরা যাতে আগাম বুকিং করতে পারেন, তার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনলাইনে একটি বিশেষ টিকিট বুকিং পোর্টাল চালু করেছে। এসিসি জানিয়েছে, ভক্তরা তিনটি আলাদা প্যাকেজ থেকে নিজেদের মতো করে টিকিট বেছে নিতে পারবেন।

প্যাকেজ ১: এতে গ্রুপ ‘এ’-র ম্যাচগুলির টিকিট অন্তর্ভুক্ত। অর্থাৎ ভারত, পাকিস্তান, ওমান এবং আরব আমিরশাহীর ম্যাচ দেখতে চাইলে এই প্যাকেজ নিতে হবে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৪৭৫ দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার টাকার সমান।

প্যাকেজ ২: এতে রয়েছে সুপার ফোরের সব ম্যাচের টিকিট। ক্রিকেটপ্রেমীরা এই পর্যায়ের রোমাঞ্চকর খেলা মাঠে বসে উপভোগ করতে পারবেন। এই প্যাকেজের শুরুর দাম ৫২৫ দিরহাম, যা ভারতীয় টাকায় প্রায় ১২,৫০০ টাকা।

প্যাকেজ ৩: এই বিশেষ প্যাকেজটি মূলত সেই সমর্থকদের জন্য, যারা একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ একসঙ্গে উপভোগ করতে চান। এর মধ্যে থাকছে দু’টি সুপার ফোর ম্যাচ— A2 বনাম B2 (২৫ সেপ্টেম্বর) এবং A1 বনাম B1 (২৬ সেপ্টেম্বর)। এর পাশাপাশি রয়েছে সবার কাঙ্ক্ষিত এশিয়া কাপ ফাইনালের (২৮ সেপ্টেম্বর) টিকিটও। এই প্যাকেজের মূল্যও ৫২৫ দিরহাম, ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা।

অনলাইনের পাশাপাশি, কিছুদিন পর থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে। ফলে যারা সরাসরি স্টেডিয়ামে গিয়ে টিকিট কিনতে চান, তাঁদের জন্যও সুবিধা থাকছে।

ভারত-পাক ম্যাচের জনপ্রিয়তা নতুন নয়। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন মাঠের লড়াইকে সবসময় অন্য মাত্রা দিয়েছে। এবারও ব্যতিক্রম নয়। বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের কাছে এটি শুধুমাত্র একটি খেলা নয়, বরং এক ধরনের আবেগ ও গর্বের লড়াই।

সব মিলিয়ে এশিয়া কাপকে ঘিরে এখন থেকেই উত্তেজনা চরমে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই ভক্তরা ঝাঁপিয়ে পড়েছেন বুকিংয়ে। কে কখন, কীভাবে টিকিট পাবেন তা নিয়েই চলছে হুড়োহুড়ি। স্পষ্ট বোঝা যাচ্ছে, এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচই হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =