বিয়ন্ড স্পোর্টস: কাফা নেশনস কাপে বড় ধাক্কা ভারতের। চোটের জন্য ছিটকে গেলেন ভারত অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান। সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত খেলেছিলেন তারকা ডিফেন্ডার। ম্যাচের পরে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে ধরা পড়ে, চোয়ালে ফ্র্যাকচার হয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নামতে পারবেন না তিনি। বুধবারই দেশে ফেরানো হচ্ছে চিকিৎসার জন্য। সুস্থ হয়ে মাঠে ফিরতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। চোট উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। তবে সন্দেশের চিকিৎসার খরচ দেবে না এআইএফএফ। ছয় মাস থেকে এক বছর চিকিৎসা চললে খরচের পরিমাণ হবে বিপুল। যেহেতু কাফা নেশনস কাপ টুর্নামেন্ট ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না, সেই কারণে সন্দেশের চিকিৎসার খরচ দেবে না ফেডারেশন। দেশের হয়ে খেলতে গিয়ে চোট লাগলে সেই চিকিৎসার অর্থ ব্যয় করবে না এফসি গোয়া ক্লাবও। অন্যদিকে সন্দেশের চোটে এফসি গোয়ারও বড় ক্ষতি। আগামী ১৭ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের ক্লাব আল জওরার মুখোমুখি হবে এফসি গোয়া। এএফসির প্রথম ম্যাচে নামতে পারবেন না তিনি। এদিকে ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা থেকেই কাফা নেশনস কাপের জন্য জাতীয় দলে কোনও ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপারজায়ান্ট।

