গুরুবার (০৪ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

 


মেষ: ব্যয়াধিক্যের সুযোগ আসতে পারে। লাভজনক কাজের প্রচেষ্টা প্রবল হবে। বুদ্ধি ও জ্ঞানের সক্রিয়তায় অল্প লাভেও আনন্দ হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য দৌড়ঝাঁপ থাকবে। লাভজনক কার্যকলাপে সক্রিয়তা থাকবে। আটকে থাকা লাভ আজ প্রাপ্ত হতে পারে। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ। শুভ সংখ্যা – ৪, ৬, ৮

বৃষ: সকালের গুরুত্বপূর্ণ সিদ্ধির পর সারাদিন উৎসাহ থাকবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ব্যবসায় উন্নতি হবে। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ভ্রমণের যোগ আছে। পারিবারিক সমস্যাবৃদ্ধি পাবে। কিছু প্রতিকূল গোচরের কারণে সারাদিন অস্বস্তি থাকবে। অতিথি আসবেন। শুভ সংখ্যা – ৫, ৭, ৯

মিথুন: আনন্দের সঙ্গে সব গুরুত্বপূর্ণ কাজ সফল হতে দেখা যাবে। মনোরথ সিদ্ধির যোগ আছে। সম্মান লাভ হবে। সামাজিকভাবে সম্মান বাড়াবে এমন কিছু কাজ সম্পন্ন হবে। নানা ধরনের আনন্দ-উল্লাসের মধ্যে মাঙ্গলিক কাজ হবে। আমোদ-প্রমোদের দিন হবে এবং পেশাগত উন্নতিও হবে। শুভ সংখ্যা – ৭, ৮, ৮

কর্কট: শত্রুভয়, দুশ্চিন্তা, সন্তানের কষ্ট ও অপব্যয়ের কারণ হবে। ব্যবসায় পরিস্থিতি নমনীয় থাকবে। সন্তোষ রাখলে সফলতা মিলবে। ধর্মীয় কাজে সময় ও অর্থ ব্যয় হবে। ব্যবসায়িক কাজে বাধা থাকবে। লেনদেনে আসা বাধা দূর করার চেষ্টা সফল হবে। শুভ সংখ্যা – ৪, ৬, ৭

সিংহ: শিক্ষাক্ষেত্রে উদাসীনতা থাকবে। জীবনসঙ্গীর পরামর্শ লাভজনক হবে। ব্যবসা ও চাকরিতে অবস্থা ভালো থাকবে। গতকালের পরিশ্রম আজ লাভ দেবে। কাজে আসা বাধা দূর হবে। বাইরের ও ভিতরের সহযোগিতা মিলতে থাকবে। কিন্তু পরনিন্দা বা চক্রান্তে জড়াবেন না, নিজের কাজে মন দিন। শুভ সংখ্যা – ৪, ৫, ৬

কন্যা: পরিশ্রম ও প্রচেষ্টায় কাজ সম্পন্ন করার চেষ্টা লাভ দেবে। চক্রান্তে না পড়ে নিজের কাজে মন দিন। গতকালের পরিশ্রম আজ ফল দেবে। লেনদেনে অস্পষ্টতা ঠিক নয়। খাদ্যাভ্যাসে সতর্কতা রাখুন। স্বাস্থ্যলাভে ব্যয় হবে। আয়-ব্যয়ের অবস্থা সমান থাকবে। শিক্ষাগত কাজ সহজে সম্পন্ন হবে। শুভ সংখ্যা – ৭, ৮, ৯

তুলা: স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ও পেশায় মনোযোগ দিলে সফলতা মিলবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ গঠনের চেষ্টা লাভ দেবে। নিজের কাজে সুবিধা পাওয়ায় অগ্রগতি হবে। ভ্রমণের দীর্ঘমেয়াদি ফল মিলবে। সুবিধা ও সমন্বয় বজায় থাকলে কাজে অগ্রগতি হবে। শুভ সংখ্যা – ৩, ৫, ৭

বৃশ্চিক: লেনদেনে আসা বাধা দূর করার চেষ্টা সফল হবে। ধর্মীয় কাজে সময় ও অর্থ ব্যয় হবে। ব্যবসায়িক কাজে বাধা থাকবে। স্বাস্থ্য মাঝারি থাকবে। ব্যবসায় অবস্থা নমনীয় থাকবে। শত্রুভয়, দুশ্চিন্তা, সন্তানের কষ্ট, অপব্যয়ের কারণ হবে। সন্তোষ রাখলে সফলতা মিলবে। শুভ সংখ্যা – ৩, ৬, ৭

ধনু: সুখ ও স্বাস্থ্য প্রভাবিত হবে। সামান্য অবহেলাও আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিজের কার্যকলাপ নিয়ে পুনর্বিবেচনা করুন। মানসিক দ্বন্দ্ব ও অসন্তোষ থাকবে। কোনো তথ্যের মাধ্যমে পূর্ণ সিদ্ধান্ত সম্ভব হবে। শত্রুভয়, দুশ্চিন্তা, সন্তানের কষ্ট ও অপব্যয়ের কারণ হবে। আয়-ব্যয়ের অবস্থা সমান থাকবে। শুভ সংখ্যা – ৩, ৬, ৭

মকর: নিজের বিবেচনায় কাজ করুন। কারো সঙ্গে তর্ক না হয় সে দিকে খেয়াল রাখুন। কাজের ব্যস্ততায় আরাম-সুখ ব্যাহত হবে। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ জাগবে। সম্মানীয় ব্যক্তিদের সহানুভূতি থাকবে। কর্মক্ষেত্রে চাপ তৈরি হবে। মাতৃপক্ষ থেকে বিশেষ লাভ হবে। পূজা-পাঠসহ ধর্মীয় কাজ সম্পন্ন হবে। শুভ সংখ্যা – ২, ৫, ৭

কুম্ভ: প্রিয়জনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। কিছুটা একাগ্রতার প্রবণতা তৈরি হবে। কাজের ব্যস্ততায় আরাম ব্যাহত হবে। নিজের কাজ অন্যদের সহযোগিতায় সম্পন্ন হবে। ধর্ম-কর্মে আগ্রহ জাগবে। মানসিক ও শারীরিক দুর্বলতা আসবে। ভাই-বোনদের সঙ্গে ভালোবাসা বাড়বে। শুভ সংখ্যা – ৪, ৭, ৮

মীন: সম্মানীয় ব্যক্তিদের সহানুভূতি থাকবে। যাঁদের আপনি শুভাকাঙ্ক্ষী ভাবেন, তাঁরাই আড়ালে ক্ষতি করার চেষ্টা করবেন। পরিবারের সহযোগিতা ও সমন্বয় কাজ সহজ করবে। লাভজনক কার্যকলাপে সক্রিয়তা থাকবে। সময় নেতিবাচক ফল দেওয়ার মতো হয়ে উঠছে। শুভ সংখ্যা – ৫, ৭, ৮


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =