শিয়ালদা আদালত চত্বরে ধুন্ধুমার, প্রায় সম্মুখ সমরে বিজেপি ও কংগ্রেস

কলকাতা : মঙ্গলবার রাতেই ট্যাংরা এলাকা থেকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার তোলা হল আদালতে। আর তাতেই শিয়ালদা আদালত চত্বরে ধুন্ধুমার বাধে। সেখানে দলীয় পতাকা হাতে কার্যত সম্মুখ সমরে অবতীর্ণ হয় বিজেপি ও কংগ্রেস। ওঠে স্লোগান, তার পাল্টা স্লোগান। পুলিশের তরফে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, তা ভেঙে দেওয়া হয়। বিপুল পুলিশ মোতায়েন করা হলেও, দফায় দফায় উত্তেজনা ছড়ায়।

বুধবার দুপুরে শিয়ালদা কোর্টে তোলা হয় রাকেশকে। কিন্তু তাঁকে নিয়ে পুলিশ আদালত চত্বরে পৌঁছতেই তুমুল উত্তেজনা ছড়ায়। দলীয় পতাকা হাতে সেখানে জড়ো হন কংগ্রেসের সমর্থকরা। বিজেপি সমর্থকরা হাজির হন পতাকা দলীয় ছাড়াই। গাড়ির ভিতর থেকে দলীয় সমর্থকদের দেখে দুই হাত তোলেন রাকেশ। আর এর পরই পরিস্থিতি তেতে ওঠে। বিজেপি-র তরফে ‘মোদী’, ‘মোদী’ স্লোগান তোলা হয়।

অভিযোগ করা হয়, এক প্যাকেট করে বিরিয়ানির লোভে জমায়েত করছেন কংগ্রেস সমর্থকরা। এর পাল্টা কংগ্রেসের তরফে তোলা হয় ‘চোর’ স্লোগান। কংগ্রেস সমর্থকরা একযোগে বলতে থাকেন, ‘চোর চোর, ভোট চোর, গদ্দি ছোড়’। দুই তরফেই ব্যারিকেড ঠেলে এগনোর চেষ্টা হয়। পুলিশ আটকাতে গেলেও একটা সময় পর দুই দিকের ব্যারিকেডই ভেঙে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =