আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা

কলকাতা:২০২৩ সালে  উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। শুক্রবার  পরীক্ষার ফলপ্রকাশের পাশাপাশি আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আগামী বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু। চলবে ২৭ মার্চ পর্যন্ত। জানা গিয়েছে, আগামী বছর পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। করোনা পরিস্থিতিতে চলতি বছরে নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। কাটছাঁট করা হয়েছিল সিলেবাসও। আগামী বছর উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। কারণ, চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছিল ৪৫ দিন। এরমধ্যে হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছুদিন। এর ফলে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস প্রায় তিন মাস অতিরিক্ত বন্ধ থেকেছে। সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন শিক্ষকরা।এদিকে গত বছর সিলেবাসে কাটছাঁট করায় আগামী বছর কী হবে তা বোঝা যাচ্ছিল না। সংসদের তরফেও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কী করছে তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ সিলেবাসে করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।’ শুক্রবার চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, পুরো সিলেবাসেই হবে পরীক্ষা। এছাড়া আগামী বছর থেকে ভোকেশনালের ক্ষেত্রে আরও ৪ টি বিষয় যোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে সৌন্দর্যচর্চা ও কৃষি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 14 =