রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বান্দ্রার স্বপ্নের বাড়ি প্রায় তৈরি। যার দাম প্রায় ২৫০ কোটি টাকা। শোনা যাচেছ, খুব তাড়াতাড়ি তাঁরা শিফট করবেন। প্রায়দিনই আলিয়া ও রণবীরকে দেখা যায় নতুন ঠিকানার তদারকি করতে। সম্প্রতি, অ্যানিমাল স্টার রণবীরে ক্যাজুয়াল লুকে দেখা গেল মুম্বইয়ে তাদের নতুন ঠিকানায়। কিন্তু, রণবীর ক্যামেরাম্যানদের জন্য দাঁড়িয়ে ছবি তোলেননি।
সম্প্রতি, কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় আলিয়া রণবীরের নতুন বাংলোর অ¨রসজ্জা-সহ বেশ কিছু ব্যক্তিগত জিনিস, যা একেবারেই ভালোভাবে নেননি অভিনেত্রী। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আলিয়া। তিনি লেখেন, আমি জানি মুম্বই খুব ছোট শহর, এবং জায়গা কম। মাঝে মাঝে আপনার জানালা থেকে অন্যের বাড়ি দেখা যায়, তার মানে এই না যে কেউ আপনাকে অধিকার দিয়েছে তা ক্যামেরাব¨ি করার। তিনি আরও বলেন, আপনি হলে কি মেনে নিতেন? কেউ পছ¨ করবে না। তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিও আর শেয়ার করবেন না।

