পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া মন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এ.এফ.সি. ওমেন চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬, প্রিলিমিনারি স্টেজ, গ্রুপ ‘ই’ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি দলকে I
আজ ৩১ আগস্ট ২০২৫, ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স, কম্বোডিয়াতে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসি (ভারত) এবং কিটচি এসসি (হংকং) এর মধ্যে খেলা ১ – ১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় I ইস্টবেঙ্গল এফসি র গোলদাতা সঙ্গীতা বাসফোর I
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে ইস্টবেঙ্গল এফসি এ.এফ.সি. ওমেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেলো I

