সল্টলেকে ক্রীড়া উৎসব, আলোচনায় গ্রাসরুটস থেকে অলিম্পিক

জাতীয় ক্রীড়া দিবস ২০২৫–এর শেষ দিনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, রিজিওনাল সেন্টার কলকাতা এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। সকালে হয় ‘সানডেজ অন সাইকেল’ অনুষ্ঠান, যেখানে কোল ইন্ডিয়া লিমিটেড সহযোগিতা করে। সকাল ৬:৩০–এ কোল ইন্ডিয়ার সিএমডি শ্রী পি.এম. প্রসাদ ও এসএআই কলকাতার রিজিওনাল ডিরেক্টর অমর জ্যোতি পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন। ৩০০–র বেশি অংশগ্রহণকারী উৎসাহ নিয়ে Salt Lake–এর রাস্তায় সাইকেল চালিয়ে ফিটনেস ও কমিউনিটি স্পিরিটের বার্তা দেন। দুপুরে সল্টলেক এসএআই কমপ্লেক্সে হয় স্পোর্টস কনক্লেভ। প্রথম সেশনে “ন্যাশনাল স্পোর্টস বিল” নিয়ে বোরিয়া মজুমদার, শেখর বিশ্বাস, লভলি দাস গুপ্ত ও হিমিকা চৌধুরী খেলাধুলার প্রশাসন ও শাসনব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে “গ্রাসরুটস টু গ্লোবাল পোডিয়াম” বিষয় নিয়ে অরুণ লাল, পল ওয়ালশ, দেবাশিস দত্ত ও গিরিশ ফাডনিস স্কুল পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। অরুণ লাল শিশুদের ফোন নয়, খেলাধুলায় মন দেওয়ার আহ্বান জানান। অমর জ্যোতি জানান, এসএআই কলকাতার কর্মসূচি ছয় রাজ্য ও আন্দামান–নিকোবর জুড়ে আয়োজন হয়েছে, হিমালয় থেকে সমুদ্রতল পর্যন্ত নানা স্থানে অনুষ্ঠান হয়েছে। তিন দিনের উৎসব শেষ হলেও এই ক্রীড়া–চেতনা সমাজে অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + one =