কলকাতা লিগের ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ পর্বে শীর্ষে শেষ করল বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন ডেভিড লালহানসাঙ্গা, গুইতে পেকা এবং শ্যামল বেশ্রা।
কালীঘাটের বিরুদ্ধেও বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলার খেলালেন কোচ লাল-হলুদ বিনো জর্জ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। ২৫ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যান কালীঘাট ডিফেন্ডাররা। এরপরই ডেভিড লালহানসাঙ্গার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩২ মিনিটে সমতায় ফেরায় সুবর্ণ সুযোগ নষ্ট করে কালীঘাট। বিদ্যানন্দ সিংহের শট মিসের জেরে ভুগতে হল দীপঙ্কর বিশ্বাসের দলকে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক মেজাজে শুরু করে বিনো জর্জের ছেলেরা। ৫৩ মিনিটে গুইতে পেকার গোলে ২-০ ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। ৬৮ পেনাল্টি পেয়ে ব্যবধান কমায় কালীঘাট এমএস। গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে আসা দেবদত্ত। এরপর সহজ কয়েকটি সুযোগ নষ্ট করে কালীঘাট। একাধিক গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গলকে চাপে রাখতে চাইছিল তারা। তবে ৮৭ মিনিটে কালীঘাটের উপর আবারও চাপ বাড়িয়ে গোল করেন শ্যামল বেশ্রা। আপাতত ১১ ম্যাচে ২৩ পয়েন্টে শেষ করল ইস্টবেঙ্গল।

