নয়াদিল্লি : সোনালি বিবির ‘হেভিয়াস করপাস’ মামলা কলকাতা হাইকোর্টকে শুনে নিষ্পত্তি করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। একইসঙ্গে কলকাতা হাইকোর্টকে সোনালি বিবি এবং তাঁর পরিজনদের নাগরিকরত্ব সুনিশ্চিত করারও এক্তিয়ার দিল সর্বোচ্চ আদালত। বাংলাদেশি সন্দেহে তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এই সঙ্গে, শুক্রবার কেন্দ্রকে নোটিস করা হয়েছে, অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠানোর জন্য কী পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) অনুসরণ করা হয় তা জানানোর জন্য।
শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক বোর্ডের তরফে করা মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি হয় এদিন।

