চেন্নাইয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বুচি বাবু ইনভাইটেশনাল টুর্নামেন্টে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলা ক্রিকেট দল। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি ৬ উইকেটে হারাল স্বাগতিক TNCA XI-কে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট ও বল দুই বিভাগেই নিজেদের কর্তৃত্ব দেখাল বাংলার ছেলেরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল বাংলা এবং আসন্ন মরশুমের জন্য তাদের প্রস্তুতি আরও মজবুত হয়ে উঠল। প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমেছিল TNCA XI। কিন্তু শুরু থেকেই তাদের ব্যাটাররা সমস্যায় পড়ে বাংলার স্পিন আক্রমণের সামনে। অফ-স্পিনার রাহুল প্রসাদ তাঁর ঘূর্ণির জাদুতে প্রতিপক্ষকে একের পর এক চাপে ফেলেন। শেষ পর্যন্ত তিনি তুলে নেন ৫টি মূল্যবান উইকেট। তাঁকে কার্যকরীভাবে সাহায্য করেন অলরাউন্ডার আমির গনি, বাঁহাতি স্পিনার বিশাল ভাটি এবং পেসার যুধাজিত গুহ। নির্ধারিত ২০৩ রানেই অলআউট হয়ে যায় TNCA XI। বাংলার বোলারদের শৃঙ্খলাবদ্ধ আক্রমণ এবং ফিল্ডারদের তৎপরতা প্রতিপক্ষের ব্যাটারদের কোনোভাবেই সুবিধা করতে দেয়নি। জবাবে ব্যাট হাতে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় বাংলা। দলগতভাবে ব্যাটাররা ছোট ছোট পার্টনারশিপ গড়ে তোলে, যা বড় ভূমিকা নেয় লিড পাওয়ার ক্ষেত্রে। শেষ পর্যন্ত ২৪১ রানে থামে বাংলার প্রথম ইনিংস। ফলে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ লিড পায় তারা। যদিও বড় কোনো ব্যক্তিগত ইনিংস দেখা যায়নি, কিন্তু প্রতিটি ব্যাটারের অবদানেই গড়ে ওঠে এই লিড, যা পরে ম্যাচের মোড় ঘোরাতে সাহায্য করে। দ্বিতীয় ইনিংসে আবারও বিপাকে পড়ে TNCA XI। এবার বাংলার আক্রমণের নেতৃত্ব দেন বাঁহাতি স্পিনার বিশাল ভাটি। নতুন এই প্রতিভা দুরন্ত স্পেলে তুলে নেন ৬ উইকেট (৬/৭৫)। তাঁর নিখুঁত লাইন-লেন্থ এবং ভ্যারিয়েশন সামলাতে হিমশিম খায় প্রতিপক্ষ ব্যাটাররা। তাঁকে যথাযথভাবে সাপোর্ট দেন অভিজ্ঞ অলরাউন্ডার আমির গনি, যিনি তুলে নেন ৩ উইকেট। বাংলার ঘূর্ণি আক্রমণের সামনে প্রতিপক্ষের ব্যাটিং লড়াই থেমে যায় ২১৩ রানে । বাংলার সামনে লক্ষ্য ছিল ১৭৬ রান—যা তুলনামূলকভাবে সহজ। টপ অর্ডার শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয়। সুদীপ কুমার ঘরামী ইনিংস গড়ে তোলেন ম্যাচ জেতার ভিত্তি, ৯৩ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলে। তাঁর সঙ্গেই ঝড়ো ব্যাটিং উপহার দেন তরুণ উইকেটকিপার অভিষেক পোরেল। মাত্র ৪২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা বাংলার ইনিংসকে ত্বরান্বিত করে তোলে। আগের ম্যাচে সেঞ্চুরি করা আদিত্য পুরোহিতও ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন, যা জয়ের পথ আরও মসৃণ করে দেয়। শেষ পর্যন্ত মাত্র ৩২.২ ওভারেই ১৭৯/৪ তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলা।

