দক্ষিণী চরিত্র সব এক নয়! পরম সুন্দরী ও চেন্নাই এক্সপ্রেস দুটি ভিন্ন সিনেমা, বিতর্কের জবাব দিলেন শ্রীদেবী কন্যা

পরম সুন্দরীর (Param Sundari) ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই জাহ্নবীর চরিত্রের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’র দীপিকা পাডুকোনের মিল পেয়েছেন অনেকে। নেটিজেনরা বলেছেন, চেন্নাই এক্সপ্রেসের মতোই সাজ অভিনেতা ও অভিনেত্রী।  ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবির সঙ্গে ২০২৫ এ মুক্তি পেতে চলা ‘পরম সুন্দরী’ যে ভিন্ন স্বাদের সিনেমা তা নিয়ে তর্ক-বিতর্ক লেগেই রয়েছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor)।
তিনি বলেন, চেন্নাই এক্সপ্রেস একটি হিট সিনেমা, আইকনিক। কিন্তু, দীপিকা তামিল মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, আর সিনেমায় আমি কেরালার বাসিন্দ।  দক্ষিণভারতের চরিত্র মানেই সেটি এক নয়। জাহ্নবী ‘টু স্টেটস’ (2 States)  সিনেমার কথা তুলে ধরে বলেন, চেন্নাই এক্সপ্রেসের আগে টু স্টেটস মুক্তি পেয়েছিল।
 এবিষয়ে সিনেমার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বলেন, একটা হিট সিনেমার সঙ্গে তুলনা তো প্রশংসা। আমি রোহিত শেট্টির বড় ফ্যান। মানুষ কিছু জিনিস ভালো লাগলে তার সঙ্গে অন্য সব কিছু তুলনা করে ফেলেন, তবে আমাদের ‘পরম সু¨রী’ সম্পূর্ণ ভিন্ন।
উল্লেখ্য, ‘পরম সুন্দরী’ একটি রোমান্টিক কমেডি সিনেমা, যা ক্লাসিক বলিউড রম-কম সিনেমার অনুভূতি জাগাবে দর্শকদের মধ্যে। আগামী ২৯ অগস্ট তুষার জলোটার নির্দেশিত ‘পরম সুন্দরী’ মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =