পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রসঙ্গে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

পূর্ব বর্ধমান : বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রসঙ্গ টেনে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি মঙ্গলবার বর্ধমানে প্রকাশ্য সভায় বলেন, ‘‘বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে লাগে। বাংলার অপমান আমি বরদাস্ত করব না। আমাকে যা খুশি গালি দিন, কুৎসা করুন, আমি লড়ে নেব। বুকের পাটা আছে। এটা আমার মাটি, মায়ের শক্তি। আমাকে ভয় দেখিয়ে কিছু হবে না।’’

কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য ঠিকমতো পায় না, সেই নিয়েই মোদী জানিয়েছিলেন বাংলার দুর্নীতির জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। সেই নিয়েই বর্ধমানে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি এটা আশা করি না প্রধানমন্ত্রীর থেকে। কেন বললেন বাংলায় সব চোর যে টাকা বন্ধ করেছি। উত্তর প্রদেশে সব চোর, বিহারে সব চোর, বাংলাকে অসম্মান করার জন্য ১৮৪টা টিম পাঠিয়েছে। আপনার পদকে সন্মান করি, আপনারও এই চেয়ার সন্মান করা উঁচিত। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর শূন্য নম্বর দিয়েছেন। আর বাংলাকে চোর বলেছেন“।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =