রাজ্য ফুটবল সংস্থা আইএফএর ১৩২ তম বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার কলকাতার অভিজাত দ্যা পার্ক হোটেলে গ‍্যালাক্সী হলে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সচিবের প্রতিবেদন অডিও ভিজুয়াল শো এর মাধ্যমে দেখানো হয়। বছরের বিভিন্ন কাজ কর্মের খতিয়ান তুলে ধরা হয় এই প্রতিবেদনে। এ ছাড়া সংস্থার বিগত আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। এই আয় ব্যয়ের হিসাবে দেখা যায় আইএফএ বিগত বছরে ২৫ লক্ষ টাকা লাভ করেছে। নব গঠিত গভর্নিং বডির সদস্যদের পরিচয় করানো হয়। সদ্য বিদায়ী গভর্নিং বডির সদস্যরা নব নির্বাচিত সদস্যদের বরণ করে নেন। এই সভায় আইএফএ র সমস্ত পদাধিকারীরা ছাড়াও ময়দানের ক্লাব প্রতিনিধিরা এবং রাজ‍্যের উত্তর থেকে দক্ষিণ অধিকাংশ জেলার প্রতিনিধিবর্গ সভায় উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =