সুখবর দিলেন পরিণীতি চোপড়া, দুই থেকে তিন হচ্ছেন চাড্ডা দম্পতি

সুখবর দিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। সোমবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে জানালেন সুখবর। এদিন পরিণীতি একটি কেকের ছবি শেয়ার করেন, তার উপর লেখা ছিল  ১+১=৩ সঙ্গে বাচ্চার দুটি পায়ের ছবি। ক্যাপশনে লেখেন, আমাদের ছোট দুনিয়া…আসছে। অভিনেত্রীর খবর শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশন ভরে যায় শুভেচছা বার্তায়। অনন্যা পান্ডে লেখেন, অনেক শুভেচছা পরী। সঙ্গে শুভেচছা জানান, কাটরিনা কইফ (Katrina Kaif), সোনম কাপুর (Sonam Kapoor) -সহ বলির অন্যান্য অভিনেত্রীরা।
সম্প্রতি, পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চাড্ডা ( Raghav Chadda) অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন একটি কমেডি শোতে। সেখানেই কথা প্রসঙ্গে রাঘবের মুখে শোনা গিয়েছিল, তাঁরা সুখবর দেবেন খুব শীঘ্রই। বিয়ের পর থেকে বেশ কয়েকবার পরিণীতার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রকাশ্যে এসেছিল। কখনও ঢিলে পোশাক পরা নিয়ে শুনতে হয়েছে যে এমন পোশাক একমাত্র অন্তঃসত্ত্বা হলেও পরে। কিন্তু, অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, এমন কোনও ব্যাপারই নেই, যেই পোশাক ভালো লাগে তাই পরি। তবে, এবার আর কোন গুঞ্জন নয়। উল্লেখ্য, ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে রাজস্থানে সাত পাকে বাঁধা পরেছিলেন আপ সাংসদ ও অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =