টিভির পরদায় বিগ বস (Big Boss) দেখতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছে। বিগ বস জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই ভাইজানের স্টাইল, তাঁর স্ক্রিন প্রেজেন্সস। তাই বলা যেতে পারে, টিভির দুনিয়ার ইাইয়েস্ট পেইড অভিনেতা তিনিই। তবে, এবার নাকি বিগ বস পরিচালনা করার ক্ষেত্রে তাঁর পারিশ্রমিকে নাকি কাটছাঁট হয়েছে।
শোনা যাচেছ, প্রতি সপ্তাহে ভাইজান পারিশ্রমিক হিসেবে পাচেছন ১০ কোটি। এক কথায়, পুরো সিজনে সলমন খান (salman Khan) ২০০ কোটি টাকা নেন। বিগ বসের এক একটি সিজন চলে প্রায় ৩ মাস ধরে। তবে, বিগ বস ১৯ এর জন্য তিনি শুট করবেন ১৫ সপ্তাহ, ফলে তিনি পারিশ্রমিক হিসেবে পাবেন ১৫০ কোটি টাকা।
শোনা যাচেছ, প্রত্যেক সিজনের তুলনায় এবারই তাঁর পারিশ্রমিকে কাটছাঁট আনা হয়েছে। কারণ সিজন ১৮ পরিচাসনা করে তিনি ২৫০ কোটি টাকার আশেপাশে পারিশ্রমিক নিয়েছেন।
এছাড়া, বেশ কয়েকটি সিজনেও দেখা নাও যেতে পারে দাবাং খানকে, তাঁর জায়গায় দেখা যেতে পারে ফারহা খান (Farha Khan) বা করণ জোহরকে (Karan Johar)। তবে, পারিশ্রমিকে কাটছাঁট কতটা সত্যি নাকি গুঞ্জন তা নিয়ে অবশ্য সলমন খানের টিমের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি।

