সম্প্রতি, করণ জোহর (Karan Johar) তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিলেন পডকাস্টার ও জ্যোতিষীদের ওপর। তিনি বলেন, কোনও কারণ ছাড়াই এরা ফিল্ম জগতের মানুষদের নিয়ে নেতিবাচক কথা বলেন। শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য এই ট্রেন্ড তিনি একদমই পছ¨ করছেন না, তা তাঁর স্টোরি থেকে স্পষ্ট।
তিনি লেখেন, আমার সব প্রফেশনের মানুষের প্রতি সম্মান রয়েছে। কিন্তু পডকাস্টার আছেন যারা কিছু অনাকাঙ্খিত অতিথিদের অনুষ্ঠানে ডেকে আনেন,যাদের কাজ শুধু অন্যের নামে নেতিবাচক কথা বলা। তাঁরা আমাদের ফিল্ম জগতের অত্যন্ত সম্মানীয় মানুষদের অসম্মানজনক কথা বলছেন। এটা বন্ধ হওয়া উচিত! এছাড়া কিছু জ্যোতিষী ভুল ভবিষ্যতবাণী, কার বিবাহ বিচেছদ হয়ে যাবে, কে কখন মারা যাবেন সেই নিয়ে নেচিতবাচক কথা সোশ্যাল মিডিয়ায় বলে যাচেছন। শুধুমাত্র ফলোয়ার ও ভিউজের জন্য এটা হওয়া উচিত না বলে মন্তব্য করেন করণ।
উল্লেখ্য, করণ ধড়ক ২ (Dhdak 2) তে সহ নির্মাতা হিসেবে ছিলেন। অভিনয় করেছিলেন তৃপ্তি দিমড়ি (Tripti Dimri) ও সিদ্ধার্থ চতুর্বেদী (Siddharth Chaturvedi) , যা দক্ষিণী তামিল সিনেমা ‘প্যারিয়ারুম পেরুমল’র রিমেক।

