হুগলি : অন্ধকার রাস্তায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায়। মৃতার নাম মনজুরা খাতুন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দাম্পত্য অশান্তি নিয়ে স্ত্রী মনজুরা কিছুদিন আগে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন থানায়। কিন্তু স্বামী রজব আলির আশ্বাসে তিনি আবার সংসারে ফিরে আসেন।
স্বামী রজব স্ত্রীকে ফোন করে হুমকি দেয়, “জেলে যখন যেতেই হবে, তোকে মেরেই যাব।” শনিবার রাতে মামার বাড়ি যাওয়ার পথে বিলাতপুরে রজব স্ত্রীর পথ আটকায়। সন্তানদের সরিয়ে দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে মনজুরাকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত রজব পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

