কলকাতা : মেরামতির জন্য রবিবার দিনভর বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, মোট ১৬ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সেই মতো রবিবার ভোর ৫টা থেকেই বন্ধ ছিল যানবাহন চলাচল।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায়, বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হয় হাওড়া ব্রিজ। মেরামতির কাজে কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুতে ভোর ৫টা থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়। রাত ৯টায় উঠে যাবে সেই নিয়ন্ত্রণবিধি।
সূত্রের খবর, সবরকমের যানবাহন চলাচল শুরু হবে রাত সাড়ে ৯টা থেকে। এই নির্দেশিকা হাওড়া সিটি পুলিশকেও জানানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ১৬ ঘণ্টা মেরামতির কাজ চলাকালীন অতি গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প হিসেবে চাপ বাড়ে হাওড়া ব্রিজের উপর।

