শনিবারের যুবভারতীতে ডুরান্ড কাপ ফাইনালে হাফ ডজন গোলে ছিনিয়ে নিল নর্থইস্ট ইউনাইটেড। ডায়মন্ড হারবারকে একপেশে ভাবে ৬-১ গোলের বড ব্যবধানে হারিয়ে সহজ জয় নর্থইস্ট ইউনাইটেডের। যুবভারতীতে টানা দুইবার জিতে ডুরান্ড চ্যাম্পিয়ন পেদ্রো বেনালির ছেলেরা। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল কিবু ভিকুনার দলকে। গত ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে ট্রাইবেকারে হারিয়ে জয় পেয়েছিল নর্থইস্ট। এবার আরও এক বাংলার দল ডায়মন্ড হারবারকে হারিয়ে কাপ জয়। ফাইনাল জয়ে উচ্ছ্বসিত নর্থইস্টের কর্ণধার জন আব্রাহাম।
শুরু থেকে ডায়মন্ডের উপর চাপ সৃষ্টি করে পেদ্রো বেনালির স্ট্র্যাটেজি। পরিকল্পনা মাফিক ফুটবল খেললো তার দল। আলাদিন পার্থিবদের একে অপরের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া। প্রথমার্ধের চার মিনিটের মাথায় সুযোগ তৈরি করে নর্থইস্ট। আলাদিনের দূরপাল্লার শট রিফ্লেক্ট হয়ে বল পান পার্থিব। সেখান থেকে পার্থিবের হেড দুর্দান্ত দক্ষতায় আটকালেন ডায়মন্ড গোলকিপার মিরশাদ মিচু। ৮ মিনিটে ফের সুযোগ পায় ডায়মন্ড হারবার। ১৫ মিনিটে গোলের সামনে বল পেয়েও জায়গায় রাখতে পারলেন না লুকা মাজসেন। ১৮ মিনিটে জবির সেন্টার পেয়েও গোল করতে পারলেন না মিকেল। ২৪ মিনিটে রবিলালের শট নর্থইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত বাঁচিয়ে দেয়। ৩০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে পার্থিব গগোইয়ের। প্রায় ফাঁকা গোল পেয়েও গোলকিপারের হাতে মারলেন তিনি। ২৯ মিনিটে ডায়মন্ড গোলকিপার মির্শাদ মিচুর ভুলকে কাজে লাগিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন আশির আখতার। ৩৬ মিনিটে পার্থিব গগোইয়ের শট, নিশ্চিত গোল বাঁচালেন ডায়মন্ড গোলকিপার। ফিরতি বল পেয়ে থৈ সিং এর শট মাঠের বাইরে চলে যায়। ৪৫ মিনিটে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখলেন আলাদিন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ২-০ ব্যবধান বাড়িয়ে নেয় নর্থইস্ট। আলাদিনের পাস পেয়ে বক্সের বাঁদিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন পার্থিব গগোই। ৫০ মিনিটে আলাদিনের পাস থেকে থই সিংয়ের গোল। ৫৭ মিনিটে তিনটি পরিবর্তন করলেন ডায়মন্ড কোচ কিবু ভিকুনা। তবে প্রথমার্ধের মতোই দিশেহারা ফুটবল খেললেন জবিরা। স্যামুয়েল, গিরিক, অজিতকে তুলে নামালেন ব্রাইস মিরান্ডা, নরহরি শ্রেষ্ঠা এবং নরেশ সিংকে। লাভ হয়নি বিশেষ, দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট। ৬১ মিনিট আবারও আলাদিনের শট, একটুর জন্য লক্ষভ্রষ্ট। ৬৮ মিনিটে এক গোল শোধ করল ডায়মন্ড হারবার। রবিলাল মান্ডির কর্ণার থেকে জবির দুর্দান্ত হেড, লুকা মাজেনের গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। ৮০ মিনিটে জাইরোর গোলে আরও ব্যবধান বাড়াল নর্থইস্ট। ৮৪ মিনিটে আলাদিনের পাস থেকে গাইতানের গোল। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি কিবুর ভিকুনার দল। অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ মূহুর্তে পেনাল্টি পায় নর্থইস্ট। গোল করে ডায়মন্ডের ফেরার রাস্তায় শেষ পেরেকটি পুঁতে দেন।

