১৮ বছর বাদে আবার ফিরছে অক্ষয়-সইফ জুটি, কোন ছবিতে?

বলা যেতে পারে, এ একপ্রকার রি-ইউনিয়ন। ১৮ বছর বাদে আবার একসঙ্গে কাজ করবেন খিলাড়ি কুমার ও নবাব পুত্র সইফ (Saif ali khan)। ছবির নাম হেওয়ান (Haiwaan)। নির্দেশক প্রিয়দর্শন। শনিবার পুজো করে কোচিতে শুরু হল শ্যুটিং। ‘হেওয়ান’ দক্ষিণী তারকার মোহনলাল অভিনীত ‘ওপ্পাম’র রিমেক।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অক্ষয় (Akshau Kumar), সঙ্গে ছিলেন সইফ ও প্রিয়দর্শন। পুজো শেষেই তাঁরা নিজেদের ছবির ঘোষণা করেন। খিলাড়ি কুমার নীচে ক্যাপশন দিয়ে লেখেন, আমরা সবাই একটু শয়তান, কেউ ওপর থেকে সাধু, কেউ ওপর থেকে রাক্ষস। হেওয়ানের শুট শুরু করছি আমার প্রিয় ডিরেক্টরের সঙ্গে। ১৮ বছর বাদে সইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে।

উল্লেখ্য, অক্ষয় ও সইফ ২০০৮ সালে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন টাশন ছবিতে। ‘হেওয়ান’ মুক্তি পাবে ২০২৬ সালে। এছাড়া ছবিতে রয়েছেন কাজল, ববি দেওল সহ অন্যান্য তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =