কলকাতা : রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত ধরনের যানবাহনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ওই সময়ে চলবে সেতুর রক্ষণাবেক্ষণ-এর কাজ।
শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিক ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও।
তিনি বলেছেন, এইচআরবিসি (হুগলি নদী সেতু কমিশনার অফিস) পরিকল্পনা অনুসারে, আগামীকাল থেকে সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সকল ধরণের পণ্য পরিবহনের জন্য বন্ধ থাকবে।”

