আবার বড় পরদায় ফিরছে অ্যাকশন জ্যাকসন ‘রনি’। ৩০ অগস্ট মুক্তি পাবে ‘বাগী’ (Bagghi) ফ্রাঞ্চাইজির ৪ নম্বর ইনস্টলমেন্ট । উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পায় ‘বাগী’র প্রথম ভাগ, বিপরীতে শক্তি কন্যা শ্রদ্ধা কাপুর। বলিপাড়ায় ভালো সাফল্যও পায় এই জুটি। এরপরই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘বাগী ২’ বানানোর সিদ্ধান্ত নেন, যা মুক্তি পায় ২০১৮ সালে, এরপর পর করোনাকালের ঠিক আগে মুক্তি পায় ‘বাগী ৩’। এবার ঠিক ৫ বছর পর ফ্রাঞ্চাইজির ৪ নম্বর ইনস্টলমেন্ট নিয়ে হাজির টাইগার (Tiger Shroff)।
সূত্রে জানা যাচেছ, এই ছবির হাত ধরে দর্শকদের জন্য থাকবে অ্যাকশনের অন্য লেভেল। ৩০ অগস্ট রিলিজ করবে ছবির ট্রেলার, থিয়েটারে ছবিটি আসবে ৫ সেপ্টেম্বর। ‘বাগী ৪’ ভিলেন হিসেবে এবার দেখা যাবে বলিউডের ব্যাড বয় সঞ্জয় দত্তকে (Sanjy Dutta)। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে হারনাজ সান্ধু ও সোনম বাজওয়াকে।
বাগী ৪ ছাড়াও টাইগারের ঝুলিতে এখন রয়েছে করণ জোহর প্রোডাকশনের ছবি ‘লগ যা গলে’, যা মুক্তি পেতে পারে চলতি বছরের নভেম্বরে।

