নর্থইস্টকে থামাতে তৈরি কিবুর মগজাস্ত্র

ডুরান্ড কাপে স্বপ্নের দৌড় চলছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবারের। অভিষেকেই ডুরান্ড ফাইনালে পৌঁছেছে তারা। সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাসী কিবু ভিকুনার দল। ডায়মন্ডকে এই পথে নিয়ে আসার পিছনে রয়েছে স্প্যানিশ কোচ কিবুর ক্ষুরধার মস্তিষ্ক। মাত্র পাঁচ বছরের যাত্রাপথে ডায়মন্ডের সাফল্য চোখে পড়ার মতো। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফাইনালের আগে ডায়মন্ড কোচ কিবু ভিকুনা আরও একবার মনে করালেন সেই সাফল্যের কথা।

ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা বলেন, “আমরা ফাইনালে পৌঁছতে পেরে খুবই খুশি। তবে আমরা লড়াই চালিয়ে যাব এবং নিজেদের একশো শতাংশ দেব। আমার দলের নতুন ছেলেরা দুর্দান্ত লড়াই করছে। নতুন মানে এই নয় যে তারা ভালো নয়। তারা নিজেদের প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লড়াই করলে এবং পরিকল্পনা মাফিক চললে ফুটবলে যা কিছু ঘটতে পারে। সব সময় সেরা দল জেতে না।”

কিবু আরও যোগ করেছেন, “আমরা জানি নর্থইস্ট ইউনাইটেড চ্যাম্পিয়ন দল। দুর্দান্ত দল ও তাদের কোচও ভালো। তবে আমরাও সম্মানের সঙ্গে আমাদের খেলা খেলব।” নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ পেদ্রো বেনালির বক্তব্য, “ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে হারিয়ে আসছে, যারা অন্যতম সেরা দল। আমি মনে করি না আমরা সেরা দল। এটা ফাইনাল, এখানে কোনও সেরা দল, ফেভারিট দল হয় না। মনস্তাত্ত্বিক খেলা, যারা মানসিক ভাবে শক্তিশালী তারাই জিতবে এই ফাইনাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =