নেদারল্যান্ডসে জমজমাট ‘সাইয়ারা’

শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করছে মোহিত সুরির ‘সাইয়ারা’। ভারতের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরেও টাকা কামাচেছ সাইয়ারা। উল্লেখ্য, যশরাজ ব্যনারের নীচে তৈরি হওয়া ‘সাইয়ার’মুক্তি পেয়েছিল ১৮ এপ্রিল।

মিউজিক্যাল রোমান্টিক এই ছবি নেদারল্যান্ডেও হাউসফুল যাচেছ। জানা গিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রায় ২৬.৭ হাজার ইউরোর ব্যবসা করে ফেলেছে সাইয়ারা। তৃতীয় সপ্তাহে প্রায় ৬১.২ হাজার ইউরোর ব্যবসা করেছে। খুব তাড়াতাড়ি ২০০ হাজার ইউরোর প্রবেশ করবে।

‘সাইয়ারা’ পর মুক্তি পেয়েছে বেশ কিছু দক্ষিণী ছবি ও হৃত্বিক রোশনের বহু চর্চিত ওয়ার ২। কিন্তু ‘সাইয়ার’কে ছাপিয়ে যেতে পারেনি কোনও সিনেমাই। এর আগে শাহরুখ খানের পাঠান প্রায় ৪৭০ হাজার ইউরোর ব্যবসা করেছে নেদারল্যান্ডসের মাটিতে। ‘সাইয়ারা’র মূল আকর্ষণ হল অহন পান্ডের উপস্থিতি, অহন-অনীতের কেমিস্ট্রি এবং ছবির গান। এছাড়া ছবির গানগুলিও যথেষ্ট প্রশংসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =