কলকাতা : শুক্রবার নতুন তিনটে মেট্রো রুটের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানেও উপস্থিত রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এদিন ৫ হাজার ২০০ কোটি টাকার বেশি নানা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে মোদী বলেন, “আজ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সফর করেছি। অনেকের সঙ্গে কথা হল। খুব আনন্দ হয়েছে। ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে। সেখানে দমদম, কলকাতার বড় ভূমিকা থাকবে।” হাওড়া থেকে শিয়ালদহ মেট্রোর নতুন রুট চালু হওয়ায় যাত্রীদের অনেক সময় বাঁচবে বলে প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন।
প্রসঙ্গত, এদিন মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধনের পরই দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। ‘মোদী মোদী’ স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। গাড়ির মধ্যে থেকে প্রধানমন্ত্রীকেও হাত নাড়তে দেখা যায়।

