‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজিতে এবার দেখা যাবে ‘আজ কি রাত’ সেনসেশন গার্লকে

‘আজ কি রাত’ গানের সেনসেশন তামান্না এবার ‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখার জন্য প্রস্তুত। মূলত, স্ত্রী ২ এর আইটেম গান ‘আজ কি রাত’ একপ্রকার ছোট থেকে বড়দের মুখেমুখে। তাঁর ডান্স মুভস সকলকে মোহিত করে রেখেছে তা বলা বাহুল্য।

সংবাদমাধ্যমের সম্প্রতি, সাক্ষাৎকারে তামান্না ‘রাগিনী এমএমএস’ এ কাজ করার কথা জানালেন। জানা গিয়েছে, একতা কাপুর ‘রাগিনী এমএমএস’র ৩ নম্বর পার্ট বানানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন। ভূতের কাহিনিকে আরও কিভাবে দর্শকদের দেখানো যায় সেই নিয়ে কাজ করছিলেন বলে গুঞ্জন ছিলই। শোনা যাচেছ, সব কিছু ঠিক থাকলে ২০২৫ এর শেষে মুক্তি পেতে পারে রাগিনী এমএমএস পার্ট ৩।

উল্লেখ্য, ছবির স্ক্রিপ্ট নিয়ে একতা ‘ভান’ ছবির শুটিংয়ের সময় তামান্নার সঙ্গে কথা বলেছিলেন। অভিনেত্রী স্ক্রিপ্ট শুনেই একপ্রকার রাজি হয়ে যান। ২০১১ সালে ‘রাগিনী এমএমএস’ প্রথম পার্ট মুক্তি পায়, ২০১৪ সালে দ্বিতীয় পার্ট আর এবার সম্ভাব্য ২০২৫-এ তৃতীয় পার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 10 =