বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সুরুচির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ ড্র করল মোহনবাগান। এই ড্রয়ে ডেগি কার্ডোজোর ছেলেদের লিগের সুপার সিক্সে যাওয়া নিয়ে সংশয় থাকতে পারে।
ডুরান্ড কাপ অভিযান শেষ হওয়ায় পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানা, রোশন সিংয়ের মতো রিজার্ভ ফুটবলাররা যোগ দিয়েছেন কলকাতা লিগের দলের। কোচ রঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে সুরুচি সংঘ অসাধারণ ফর্মে রয়েছে এবারের লিগে। সেই সুরুচির বিরুদ্ধেই জয় পেতে হোঁচট খেল মোহনবাগান। ডেগি কার্ডোজোর দলের দিশেহারা ফুটবলকে কাজে লাগিয়ে প্রথম গোল পায় সুরুচি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সুরুচির হয়ে গোল করেন জোসেফ হাওকিপ। দ্বিতীয়ার্ধে আরও রক্ষণাত্মক খেলা শুরু করে রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বাধীন সুরুচি। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তুষার বিশ্বকর্মার গোলে সমতায় ফেরে মোহনবাগান। আপাতত মোহনবাগান সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ -এ -এর পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। আট ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল সুরুচি সংঘ দল।

