সন্তান বিদেশে, পর্ণশ্রীতে অসুস্থ স্বামীর সামনেই ‘আত্মঘাতী’ বৃদ্ধা

কলকাতা : বুধবার রাতে পর্ণশ্রীতে অসুস্থ স্বামীর সামনেই গায়ে আগুন দিলেন বৃদ্ধা। স্বামী কোনওক্রমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বৃদ্ধার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট।

জানা যাচ্ছে, একাকীত্ব, অসহায়তার কথাই লিখেছেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা মৃণালকান্তি পাল। সন্তান থাকেন বিদেশে। স্ত্রীর সঙ্গে পর্ণশ্রীর বাড়িতে থাকতেন বৃদ্ধ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মৃণালবাবু অসুস্থ। এদিকে সন্তান কাছে নেই। ফলে মানসিক অবসাদ গ্রাস করেছিল বৃদ্ধার স্ত্রীকে। তার জেরেই চরম সিদ্ধান্ত।

বুধবার রাতে আমচকাই দরজা বন্ধ করে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। মৃণালবাবু বুঝতে পারার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। কোনও রকমে স্ত্রীকে উদ্ধার করেন তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =