নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ করলেন এনডিএ পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ।
বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকের উপস্থিতিতে মনোনয়ন পেশ করেছেন সি পি রাধাকৃষ্ণণ। মনোনয়ন পেশের পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান।
দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধীদের ‘ইন্ডি’ জোট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ৭৯ বছরের বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডি হলেন বিরোধীদের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে সি পি রাধাকৃষ্ণণ ও বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডির মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।

