ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই

এক মাসের মধ্যে রিজার্ভ ব্যাংকের রেপো রেট আবার বাড়িয়ে দেওয়া হল। বুধবার দেশের শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। ফলে নতুন রেপোরেট বেড়ে দাঁড়াল ৪.৯ শতাংশ। রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাংকঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণে ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান।

বুধবার সকাল দশটায় অনলাইন ঘোষণায় নতুন রেপো রেটের কথা জানান শক্তিকান্ত। আরবিআই গভর্নর বলেন, ‘অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিস্থিতি মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বৃদ্ধিতে যাতে কোনওরকম আঁচ না আসে সেদিকে নজর রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ৪ মে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.৪ শতাংশ করা হয়েছিল। তার এক মাসের মধ্যেই ফের এই বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞদের ব্যখ্যা, সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই সুদের হার বাড়ানো হয়। এর দু’টি দিক থাকে। এক, গ্রাহকদের লাগামছাড়া ঋণ দেওয়ার ব্যাপারে যাতে ব্যাংকগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। দুই, সহজলভ্য ঋণ না পাওয়ায় বিলাসবহুল দ্রব্য কেনাকাটার প্রবণতা কমার কথা সাধারণ মানুষের মধ্যে। সে ক্ষেত্রে, চাহিদার অভাবে দাম কমবে বিলাসবহুল দ্রব্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =