কলকাতা : বেহালার পর্ণশ্রীর ঘটনায় প্রাণী পুনর্বাসন কেন্দ্র থেকে মোট সাতটি কুকুর ও বেড়ালের দেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া মিলেছে প্রচুর দেহাংশ। অনেকগুলিতে আবার পচন ধরেছিল বলে জানা গিয়েছে। ভিতরে এর সঙ্গেই জীবিত অন্তত ১৬টি কুকুরকে পাওয়া গিয়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ।
বেহালার পর্ণশ্রীর একটি বাড়ি থেকে উদ্ধার হল একাধিক কুকুর, বেড়ালের দেহ। ওই বাড়িতে প্রাণীদের একটি পুনর্বাসন কেন্দ্র চালানো হত বলে খবর। অসুস্থ কুকুর-বেড়ালদের উদ্ধার করে এনে সেখানে চিকিৎসা করানো হত বলে জানতেন স্থানীয়েরা।
মঙ্গলবার ওই বাড়ি থেকে একাধিক কুকুরের দেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসার পরে প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম-বহির্ভূতভাবে এমন একাধিক কেন্দ্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বলে অভিযোগ।

