নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা আমদানির ওপর শুল্ক এবং কৃষি অবকাঠামো ও উন্নয়ন সেস (এআইডিসি) সম্পূর্ণ মকুবের ঘোষণা করেছে।
এই মকুব ১৯ আগস্ট, মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
মঙ্গলবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কাঁচা তুলা আমদানির ওপর শুল্ক এবং কৃষি অবকাঠামো ও উন্নয়ন সেস (এআইডিসি) সম্পূর্ণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

