কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিকের কাছে এসেও হাতছাড়া মহামেডানের। পরপর দু’ম্যাচে জয়ের পর অবনমন বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল মহামেডান স্পোর্টিং। তবে সোমবার নৈহাটিতে উয়াড়ির কাছেই হারল মহামেডান। উয়াড়ির বিরুদ্ধে ম্যাচে ১-২ ব্যবধানে হার স্বীকার মেহরাজউদ্দিনের ছেলেদের।
নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন একেবারেই একপেশে খেলা হল। গত দুই ম্যাচে জয়লাভ করা মহামেডানকে চেনাই গেল না। মহামেডানের দিকশূন্য ফুটবল খেলার সুযোগ নেয় উয়াড়ি দল। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় উয়াড়ি। ১৩ মিনিটের মাথায় গোল করেন সাকির আলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় উয়াড়ি। রাকেশ কাপুরিয়া গোল করেন। এই মরশুমের লিগে তরুণ রাকেশ কাপুরিয়া বেশ নজর কেড়েছেন উয়াড়ির হয়ে। ম্যাচের ৭৫ মিনিটে অ্যাডিসন সিংয়ের গোলে ব্যবধান কমাগ সাদা-কালো ব্রিগেড। লিগের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন সমিতি এবং রেনবো এসি। খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

