সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

নয়াদিল্লি : নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে অন্য দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ও শন্তিপ্রসাদ সিংহকেও সোমবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আগেই নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

বিচারপতি এন এম সুন্দরেশ এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চ এ দিন জামিন দেওয়ার সময় বলেছে, প্রায় তিন বছর ধরে পার্থ জেলে রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চে এ দিন পার্থর জামিন মামলার শুনানি হয়।

আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। দু’মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করতে হবে। ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালায় ইডি। ২৩ জুলাই গ্রেফতার করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিন বছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ। এরই মধ্যে গত জানুয়ারি মাসে ইডির মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তাঁর জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বিমত তৈরি হওয়ায় তৈরি করতে হয় তৃতীয় বেঞ্চ। তৃতীয় বেঞ্চও পার্থর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন। এর পরে সুপ্রিম কোর্টে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =