নয়াদিল্লি : বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরোধিতায় সোমবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ইন্ডি জোটের সদস্যরা। নির্বাচন কমিশনের আপত্তি সত্ত্বেও ‘ভোট চুরি’ স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন দলের সাংসদরা বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে, বাংলা ভাষা ইস্যুতে এদিন সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
তেলেঙ্গানার কংগ্রেস সাংসদরা এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন, তেলেঙ্গানার কৃষকদের জন্য ইউরিয়া ছাড়ার দাবিতে। কংগ্রেস সাংসদ মাল্লু রবি বলেছেন, “তেলেঙ্গানার কৃষকদের জন্য ইউরিয়া হল জীবনরেখা। ভারত সরকার তেলেঙ্গানাকে ৯ লক্ষ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ করেছিল, কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৫ লক্ষ মেট্রিক টন ইউরিয়া দেওয়া হয়েছে। আমাদের দাবি হল, এটি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত।”

