দিমিত্রিয়সের জোড়া গোল, ডুরান্ড ডার্বির রঙ লাল-হলুদ

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ডার্বির রঙ লাল হলুদ। অবশেষে ডার্বি জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মোহনবাগান ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছল দল। মোহনবাগান দল আনফিট, বিশেষত বিদেশিদের ফিটনেসের অভাব চোখে পড়ল। মোহনবাগানের দুর্বলতাকে কাজে লাগিয়ে বাজিমাত করল অস্কার ব্রুঁজোর দল।

রবিবাসরীয় যুবভারতীতে প্রথম মিনিট থেকেই দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে মোহনবাগানের রক্ষণ এবং মাঝমাঠের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। নতুন ইস্টবেঙ্গলকে দেখা গেল আজ যুবভারতীতে। কথা রাখলেন লাল-হলুদ হেড কোচ অস্কার। মাত্র দুই সপ্তাহেরও কম অনুশীলনে ম্যাচ ফিট নন মোহনবাগান ফুটবলাররা। রাইট উইংয়ে চোট পাওয়া মনবীর সিংয়ের অভাব চোখে পড়ল। তরুণ পাসাং দরজি তামাং বড় ম্যাচে নজর কাড়তে ব্যর্থ। দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। গত মরশুমে খারাপ ফর্মে থাকা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ডার্বিতে জ্বলে উঠলেন। ডার্বিতে জোড়া গোল করে নায়ক তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =