কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হস্টেলের ঘরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে যান বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোডের কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে এই ঘটনার তদন্ত।
এদিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। হস্টেলের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে রবিবার সকালে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে হোস্টেলের আবাসিকদের নিরাপত্তা।

