মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার বুলা চৌধুরীর পদ্মশ্রী-সহ অন্যান্য পদক, ধৃত চোরউদ্ধার পদক সহ নানা সামগ্রী

চুঁচুড়া : অভিযোগ পাওয়ার পরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করলো পুলিশ। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে পদক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। উদ্ধার করা হয়েছে পদ্মশ্রী এবং অন্যান্য পদকগুলি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের বাড়ি রিষড়ায়। রবিবার সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা জানান শ্রীরামপুর পুলিশ কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস। তিনি জানিয়েছেন, ধৃতের বাড়িতে হানা দিয়ে প্রায় ২৯৫টি পদক উদ্ধার হয়েছে। সেগুলি প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার রাতে বুলাদেবীর দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। পদ্মশ্রী ব্রোচ, রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন পদক সবই নিয়ে যায় দুষ্কৃতীরা। এমনকি বাথরুমের কলের মুখও খুলে নিয়ে যায় তারা। প্রাথমিকভাবে চন্দননগর কমিশনারেটের পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি সিআইডিও তদন্তে নেমে পড়ে। বিভিন্ন সূত্র ধরে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তাদের জেরা করে ধৃতের নাগাল পান তদন্তকারীরা। রিষড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া পদকগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =