বিচ্ছেদের জল্পনা উড়িয়ে জুটিতে জন্মাষ্টমী পালন নুসরত-যশের

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে জন্মাষ্টমী পুজো করলেন টলিউডের অন্যতম জুটি নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা যাচিছল। তবে, এবার সমস্ত জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ও অভিনেত্রী। সাদা পাজামা-পাঞ্জাবি ও হালকা পার্পল রঙের শাড়িতে সেজে শ্রীকৃষ্ণের আরাধনা করলেন। শাড়ির সঙ্গে রং মিলিয়ে নেলআর্ট ও দর্শকদের দেখাতে ভোলেননি, এর আগে বহু বার নুসরতকে ধর্ম নিয়ে খোঁচা দেওয়া হলেও বরাবরই ফিয়ারলেস ভাব নিয়ে নুসরত কোনও দিনই ট্রোলিংকে পরোয়া করেননি।

দু’জনের শেয়ার করা ছবিতে দেখা গেল ছোট্ট গোপালের সঙ্গে রাধা-কৃষ্ণের মূর্তি সাজানো হয়েছে ফুল, ময়ূরপুচছ দিয়ে। আয়োজন করা হয়েছে নানা ভোগের। সবশেষে বলা যেতেই পারে তারকা জুটির জন্মাষ্টীর এলাহি আয়োজন সত্যিই নজরকাড়া। উল্লেখ্য, নুসরতকে খুব শীঘ্রই দেখা যাবে রক্তবীজ ২-এ, মুক্তি পাবে চলতি বছরের ২৬ সেপ্টেম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =