ক্যানসারের কাছে হার, রূপা গাঙ্গুলির মাতৃবিয়োগ

শুক্রবার স্বাধীনতা দিবসের রাতে প্রয়াত হলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির (Rupa Ganguly) মা। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে রূপা লেখেন, মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে। খবর, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপা গাঙ্গুলির মা যুথিকা গাঙ্গুলি।

শুক্রবার সেই যুদ্ধ শেষ করে পরলোকে গমন করেন যুথিকা দেবী। শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও একাধিকবার অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুথিকাদেবী। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টেও শোকজ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা। জানা যায়, ছোট থেকে প্রায় একা হাতে মেয়েকে মানুষ করেছেন যুথিকা দেবী। সেই সময় অভিনেত্রীর বাবা থাকতেন বাংলাদেশে। একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, তাঁর মা খুব ভালো হাতের কাজ জানতেন। অনেক কষ্ট করে তাঁর মা তাঁকে বড় করেছেন। পড়াশোনার ফাঁকে তিনিও মাকে সাহায্য করতেন সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী। মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ। উল্লেখ্য, বহুকাল রূপোলি পর্দা থেকে দূরে থাকলেও ফের ফিরছেন ‘রঘু ডাকাত’র হাত ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =