হুগলি : হুগলি জেলার রিষড়ার বাঙ্গুর পার্ক এলাকার একটি মেডিকেল স্টোরের সঞ্চালকের বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই নাবালিকা ইনজেকশন নিতে ওষুধ দোকানে গিয়েছিল।
এরপর ওষুধ দোকানের সঞ্চালক নাবালিকার সাথে দুর্ব্যবহার করে। নাবালিকা কাঁদতে কাঁদতে তার মাকে ঘটনাটি জানায়। এরপর ওই নাবালিকার মা স্থানীয় লোকজনকে নিয়ে ওষুধ দোকানে পৌঁছান এবং অভিযুক্তের কাছে এই নোংরা কাজের কারণ জিজ্ঞাসা করেন।
কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় কাউন্সিলর শশী সিং ঝাও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার নিন্দা জানান। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও, স্থানীয় মানুষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এমন নোংরা কাজের অভিযোগ রয়েছে।

