কিশতওয়ার : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলা। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ জন। এখনও পর্যন্ত ৩৪টি দেহ শনাক্ত করা গিয়েছে। শুক্রবারও টানা দ্বিতীয় দিনের মতো চলে উদ্ধার অভিযান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মাচাইল মাতা মন্দিরে যাওয়ার পথে শেষ মোটরযান চলাচলযোগ্য গ্রাম চাশোটিতে এই বিপর্যয় ঘটে, যখন বিপুল সংখ্যক মানুষ মাচাইল মাতা যাত্রার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। সেখান থেকে মন্দিরে পৌঁছানোর ৮.৫ কিলোমিটার পথচলা শুরু হয়।
মাচাইল মাতা যাত্রাপথে হিমালয়ের চূড়ায় মাতাচণ্ডীর মন্দিরগামী পথে আচমকা বন্যায় ভেসে যায় অস্থায়ী বাজার, যাত্রার লঙ্গরখানা ও একটি নিরাপত্তা শিবির। এখনও শতাধিক মানুষ নিখোঁজ, অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত ১৬৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।

