কলকাতা: স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৫ পড়ুয়া। তাঁদের নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
প্রতিবারের মতো এবারও রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার অনুষ্ঠান দেখতে হাজির ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অনুষ্ঠান চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়ে ৩৫ পড়ুয়া।
তড়িঘড়ি তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রীও। প্রচণ্ড রোদের জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল বলে অনুমান করছেন চিকিৎসকরা। সূত্রের খবর, তাদের অবস্থা স্থিতিশীল।

