মেঘভাঙা বৃষ্টিতে কিশতওয়ারে মৃত ৪৪, শোকাহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শ্রীনগর : প্রকৃতির রোষে লণ্ডভণ্ড হয়ে গেল জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা। বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে কিশতওয়ারে ৪৪ জনের মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত ১২০ জনকে উদ্ধার করা হয়েছে। খোঁজ নেই অনেকে। এই দুর্যোগে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও, তিনি কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে। উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও।

কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন, কিশতওয়ারের চাশোটি এলাকায় হড়পা বান দেখা দিয়েছে, যা মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মাচাইল মাতা মন্দিরে যাওয়ার পথে শেষ মোটরযান চলাচলযোগ্য গ্রাম চাশোটিতে এই বিপর্যয় ঘটে, যখন বিপুল সংখ্যক মানুষ মাচাইল মাতা যাত্রার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। সেখান থেকে মন্দিরে পৌঁছানোর ৮.৫ কিলোমিটার পথচলা শুরু হয়। এখনও পর্যন্ত ৩৮টি দেহ (বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪০) উদ্ধার হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানিয়েছেন, “কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির ঘটনায় জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফ দলগুলিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। প্রয়োজনে সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট করে জানান, “আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে জম্মুর কিশতওয়ার অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। খবরটি ভয়াবহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =