কলকাতা : নামী সংস্থার লোগো নকল করে কলকাতায় জুতো, ব্যাগ বিক্রির অভিযোগ। উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর থানার কাছ থেকে অভিযোগ পেয়ে বউবাজারে হানা কলকাতা পুলিশের। রবীন্দ্র সরণিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ২টি দোকানে হানা দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির জাল লোগো লাগানো জুতো, ব্যাগ বাজেয়াপ্ত হয়। ২টি দোকানের মালিককে তলব করেছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের একটি নামী ব্র্যান্ডের নকল জুতো ও ব্যাগ বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। এই খবর আসে বউবাজার থানার পুলিশের কাছে। সমস্ত তথ্য প্রমাণ পাওয়া পর বৃহস্পতিবার হঠাৎ অভিযান চালায় অফিসাররা। ব্যবসায়ীদের হাতেনাতে ধরে পুলিশ। দোকান মালিকদের নোটিস দেওয়া হয়েছে।
দু’টি দোকান থেকে প্রচুর নকল জুতো ও ব্যাগ উদ্ধার হয়েছে। সেইগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, সামগ্রীর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই জুতো ও ব্যাগগুলি কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

