নয়াদিল্লি : দিল্লির পথকুকুরদের সরানো নিয়ে বৃহস্পতিবার শুনানি হলো সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আপাতত রায় সংরক্ষিত রাখা হয়েছে।
দিল্লি এবং সংলগ্ন এলাকাকে পথকুকুর মুক্ত করার সুপ্রিম নির্দেশ নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। এই আবহে রায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই। এর পরেই নতুন বেঞ্চ তৈরি করে দিয়েছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হয়। এদিন আপাতত রায় সংরক্ষিত রাখা হয়েছে।
উল্লেখ্য, দিল্লির রাস্তার সব কুকুরকে আট সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ। দেশব্যাপী এই নিয়ে চর্চার ফলে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই পুনরায় শুনানির আশ্বাস দেন। বুধবারই নতুন বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির কার্যালয়।
প্রসঙ্গত, দিল্লি ও তার লাগোয়া এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে নির্দিষ্ট পশু আশ্রয় কেন্দ্রে স্থায়ী ভাবে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ১১ আগস্টের ওই নির্দেশ নিয়ে সরব হয় পশুপ্রেমীদের একাধিক সংগঠন। তাকে কেন্দ্র করে নতুন মামলাও হয়। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তিনি বিষয়টি দেখবেন। তার পরেই বুধবার বিকেলে তাঁর অফিস থেকে নতুন বেঞ্চ গঠন করা হয় এই সংক্রান্ত মামলা শোনার জন্য।এদিন সেই মামলারই শুনানিতে আপাতত রায় সংরক্ষিত রাখা হয়েছে।

