ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতেই তাঁকে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তাঁর জ্বর ও গলা ব্যথার মতো উপসর্গ ছিল। চিকিৎসকদের পরামর্শে এতদিন বাড়িতেই চিকিৎসা চলছিল, তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালেই নিয়ে যেতে হয়েছে।
নিরুপা দেবীর বয়স বর্তমানে ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে করোনা সংক্রমণ হয়েছিল তাঁর। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এমনকি, সেই সময়ে হাসপাতালেই জন্মদিন কাটান তিনি। সৌরভ নিজে কেক নিয়ে গিয়ে জন্মদিন পালন করেছিলেন মায়ের সঙ্গে, যাতে তাঁর মনোবল বজায় থাকে।
হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি অন্যান্য কিছু স্বাস্থ্যজনিত অসুবিধাও রয়েছে নিরুপা দেবীর। সাম্প্রতিক পরীক্ষায় তাঁর ইউরিনাল ইনফেকশন ধরা পড়েছে। এই সমস্ত কারণে গঙ্গোপাধ্যায় পরিবার বর্তমানে যথেষ্ট উদ্বিগ্ন। পরিবারের সদস্যরা সব সময় তাঁর চিকিৎসার দিকে নজর রাখছেন।
মায়ের অসুস্থতার খবর পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে হাসপাতালে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। পরিবারের আরেক গুরুত্বপূর্ণ সদস্য, সৌরভের দাদা এবং সিএবির বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও শীঘ্রই হাসপাতালে পৌঁছতে পারেন বলে জানা গেছে।
নিরুপা দেবীর অসুস্থতা নতুন কিছু নয়, তবে বয়সজনিত কারণে এবং পূর্বের স্বাস্থ্য সমস্যাগুলোর প্রভাব মিলিয়ে পরিস্থিতি মাঝে মাঝে জটিল হয়ে ওঠে। গঙ্গোপাধ্যায় পরিবার সবসময় তাঁর চিকিৎসা ও সেবায় যত্নবান থেকেছে। করোনা, হৃদরোগ এবং অন্যান্য অসুস্থতার মধ্যেও তিনি পরিবারের সবার ভালবাসা ও যত্ন পেয়েছেন।
এবারের অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাবেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনই অতিরিক্ত উদ্বেগের কিছু নেই, তবে সতর্কতা অবলম্বন করতেই ভর্তি রাখা হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই পারিবারিক মানুষ হিসেবে পরিচিত। ব্যস্ত ক্রিকেটজীবন ও প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি পরিবারের প্রতি তাঁর দায়বদ্ধতা সর্বজনবিদিত। মায়ের অসুস্থতার খবরে সমস্ত কাজ সরিয়ে তিনি হাসপাতালে উপস্থিত হয়েছেন, যা তাঁর পারিবারিক মূল্যবোধেরই প্রতিফলন।
সব মিলিয়ে, গঙ্গোপাধ্যায় পরিবারের জন্য এই সময়টা দুশ্চিন্তার হলেও তাঁরা আশা করছেন, দ্রুত নিরুপা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। চিকিৎসকদের যত্ন এবং পরিবারের ভালোবাসা মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা শীঘ্রই স্থিতিশীল হবে বলেই বিশ্বাস।

