নবাদা : ভারত নির্বাচন কমিশন, নয়াদিল্লির স্পেশাল রোল অবজারভার নজমুল হোদা (আইপিএস)-এর নেতৃত্বে বুধবার এক বৈঠকে ০১ জুলাই ২০২৫ তারিখকে যোগ্যতার ভিত্তি ধরে চলমান বিশেষ গভীর পুনঃপর্যালোচনা কর্মসূচির পর্যালোচনা করা হয়।
জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আধিকারিক রবি প্রকাশ পিপিটি (প্রেজেন্টেশন)-এর মাধ্যমে বিশেষ গভীর পুনঃপর্যালোচনার কাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করেন।
স্পেশাল রোল অবজারভার নজমুল হোদা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় গ্রহণ করে ২০২৫ সালের বিশেষ পুনঃপর্যালোচনা কর্মসূচি নিয়ে তাঁদের প্রতিক্রিয়া গ্রহণ করেন। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম মুছে ফেলা এবং ভুল সংশোধনের কাজ সময়মতো ও স্বচ্ছ উপায়ে সম্পন্ন করতে হবে।
তিনি সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যে, প্রতিটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়—সেজন্য ব্যাপক জনসচেতনতা অভিযান চালানো প্রয়োজন।
জেলা নির্বাচন আধিকারিক সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, যাতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃপর্যালোচনার কাজ সম্পন্ন করা যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচক নিবন্ধন আধিকারিক, গোবিন্দপুর তথা উপ-বিকাশ কমিশনার প্রিয়াঙ্কা রানি, অনিল কুমার তিওয়ারি, নির্বাচক নিবন্ধন আধিকারিক ওয়ারিসলিগঞ্জ গৌরব শঙ্কর, রজৌলি-র নির্বাচক নিবন্ধন আধিকারিক স্বাধীন কুমার সুমন, নবাদা-র নির্বাচক নিবন্ধন আধিকারিক অমিত অনুরাগ এবং সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদক ও প্রতিনিধি।

