পুরীর জগন্নাথধামে জঙ্গি হামলার হুমকি, গ্রেফতার এক সন্দেহভাজন

পুরী : পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকির পরে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল পুলিশ। বলা হয়েছে, ধৃতের মানসিক ভারসাম্যের অভাব রয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি দেওয়ালে লেখার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে কখন ও কী ভাবে তিনি উচ্চনিরাপত্তার ওই এলাকায় সেই কাজ করলেন, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হল দেওয়ালে লিখে। বুধবার জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে হেরিটেজ করিডরের কাছে অন্য একটি মন্দিরের দেওয়ালে লেখা ওই হুমকি নজরে আসে। স্থানীয় লোকজন দ্রুত তা মুছে দেন। বিস্ফোরণে মন্দির ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে কিছু ফোন নম্বর লেখা ছিল। বলা হয়েছিল, ফোন করতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ওই লেখায় ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেই হেরিটেজ করিডরের বেশ কিছু বাতি ভাঙা অবস্থায় মিলেছে। পুলিশি নিরাপত্তা ও ক্যামেরার নজরদারিতে থাকা ওই এলাকায় এমনটা ঘটল কী করে, সেই প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =